ঢাকা , শনিবার, এপ্রিল ৫, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট সাভারে আ.লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

ফেব্রুয়ারী ১২, ২০২৫
বাংলাদেশ
অপারেশন ডেভিল হান্ট সাভারে আ.লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: অপারেশন ডেভিল হান্টে সাভারে পৃথক অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভার মডেল থানায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে ও রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাভারের বনাগাঁও ইউনিয়ন এলাকার সাধাপুর পুরানবাড়ি মহল্লার মৃত ইসরাফিল হাওলাদার ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৭), একই ইউনিয়নের বলিয়ারপুর মধ্যপাড়া মহল্লার মৃত বশিরউদ্দিনের ছেলে মো. রুহুল আমিন (৫৫), সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার মো. শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন (৩৪), ডগরমোড়ার সিআরপি মহল্লার মৃত আক্তার মাঝির ছেলে মো. আনোয়ার হোসেন মাঝি (৪৪), দিলখুসবাগ মহল্লার মৃত ফয়েজ উল্লাহর ছেলে ও কৃষকলীগ নেতা মো. সেলিম ভূঁইয়া (৫০), উত্তর পাড়া মহল্লার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের মামা আখতারুজ্জামান (কুটি মোল্লা), কাউন্দিয়া ইউনিয়নের আ. রশিদ মাস্টারের মেয়ে ও ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি আসমা খানম শিল্পি (৩৭), একই ইউনিয়নের মৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং এমপি মইনুল হোসেন খান নিখিলের পিএস আবু বকর সিদ্দিকি (৪৮), বাগসাত্রা মহল্লার মৃত আ. মান্নানের ছেলে ও কাউন্দিয়া ইউপি আওয়ামী যুবলীগের সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক (৪৩), তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর মহল্লার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. নাছির হোসেন (২৪), একই ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকার কৃষ্ণনগর মহল্লার শাহাদাত হোসেনের ছেলে ও তেঁতুলঝোড়া ২ নং ওয়ার্ডের সভাপতি এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক যুবরাজ ইসলাম মিলন (২২), আমিন বাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া মহল্লার মৃত লাল বাদশা ফকিরের ছেলে ও আমিন বাজার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী (৬৫), কেরানীগঞ্জের কানারচর মহল্লার আলাউদ্দিন আলার ছেলে ও হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩৪)।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো সাভারে অপারেশন ডেভিশ হান্টে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ