নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। শিশুশিল্পী সিমরিন লুবাবার কারণেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এ অভিনেত্রী ভাইরাল হয়েছিলেন। কারণ হানিয়া আমিরকে দেখতে নাকি অনেকটা লুবাবার মতো। এদেশের নেটিজেনরাও হানিয়ার সৌন্দর্যে মুগ্ধ। প্রেমসহ বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় আসেন এ পাক অভিনেত্রী।
পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার সৌন্দর্য নিয়ে প্রশ্নপ্রেমসহ বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির
আবারও হানিয়া আমিরকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াসহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে। তবে এবার কসমেটিক সার্জারি নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন হানিয়া।
‘ডেইলি পাকিস্তান’র সংবাদে জানা গেছে, দেশটির একজন ত্বকবিশেষজ্ঞ বলছেন, নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। কিন্তু নেটিজেনদের একাংশ বলছেন, কারো চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে এভাবে কথাবার্তা বলা ঠিক নয়।
সার্জারির বিষয়টি প্রকাশ্যে আসায় নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, তাহলে হানিয়া আমিরের এই রূপ সৌন্দর্য নকল! সার্জারি করে তিনি তার রূপ বৃদ্ধি করেছেন। হানিয়ার সার্জারি নিয়ে এত আলোচনা-সমালোচনা হলেও নিশ্চিত হওয়া যায়নি আসলেই তিনি কসমেটিক সার্জারি করেছেন কি না।
পাকিস্তানি এ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে সে দেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড সৃষ্টি করেছেন। কিছুদিন আগে ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে তিনি বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন।
পাকিস্তানের বিনোদন জগতে হানিয়া আমির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। প্রতি পর্বের নাটকের জন্য তিনি ৩ থেকে ৪ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। হানিয়া ‘আনা’, ‘মুঝে পেয়ার হুয়া থা’ এবং ‘ইশকিযট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নজরকাড়া হাসির জন্য বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। সম্প্রতি ‘সিএনএন’ এ অভিনেত্রীকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটি’ হিসেবে নির্বাচিত করেছে।
এনডিটিভিবিডি/০৪ফেব্রুয়ারি/এএ