ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর পাংশায় মায়ের উপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে মোছাঃ আকলিমা খাতুন (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১১নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সে মায়ের উপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খায় ওই ছাত্রী। পরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
মৃত আকলিমা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের মোঃ আলাল মন্ডলের মেয়ে। সে হাবাসপুর কাশিম বাজার রাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা আলাল মন্ডল বলেন, গতকাল আমার মেয়ের এসএসসির টেস্ট পরীক্ষা শেষ হয়। পরীক্ষা নাকি তেমন ভালো হয়নি। তাই ওর মা ওকে একটু রাগারাগি করে বলে লেখাপড়া বাদ দিয়ে শুধু ফোন চালালে পরীক্ষা তো খারাপ হবেই। এতেই মায়ের উপর অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত ২ টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষপানে একজন স্কুল ছাত্রীর আত্মহত্যার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
এনডিটিভি/এলএ