ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

পানির তীব্র সংকট, প্রবল গরমে সমস্যায় স্থানীয় বাসিন্দারা

মে ০৩, ২০২৪
বাংলাদেশ
পানির তীব্র সংকট, প্রবল গরমে সমস্যায় স্থানীয় বাসিন্দারা

ভেড়ামারা উপজেলায় পৌরসভা, বিভিন্ন ইউনিয়নে পানির পাম্প আছে টিউবওয়েল আছে পানি উঠে না। চরম সমস্যায় পড়েছেন এখানকার বাসিন্দারা। সুপেয় পানির সংকট। ভেড়ামারা পৌরসভা অথবা উপজেলা থেকে কোনো উদ্যোগ নেই, পানির অস্থায়ী ব্যবস্থা নেই। 
 
তাপদাহ প্রতিদিন বাড়ছে, এর প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষকের ক্ষেতসহ সর্বত্র। বেশি তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কল থেকেও পানি পাওয়া যাচ্ছে না।

অতিরিক্ত খরায় পুড়ছে কৃষকের ফসল। পানির উৎস না থাকায় এবং বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

টানা তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবয়েলেও মিলছে না পানি। সুপেয় পানির সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

তাপদাহে পানি শুন্য হয়ে পড়ছে পদ্মা, গড়াই। জিকে সেচ প্রকল্পের পাম্প মেশিন নষ্ট থাকায় প্রকল্পের খালগুলো পানিশূন্য। এতে প্রভাব পড়েছে কৃষকের ক্ষেতে। বিশেষ করে বোরোধান চাষীদের মাথায় হাত। 

কৃষিবিদরা বলছেন, গরম অব্যাহত থাকলে বোরো আবাদের বিপর্যয় হতে পারে। স্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পগুলো গভীরে বসানোর পরামর্শ। 

এদিকে টিউবয়েলের পানি না পাওয়ায় সাবমারসিবল পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করছেন অনেকে। 

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বলছেন, গত কয়েক বছর ধরে পানির স্তর নিম্নমুখী। বৃষ্টি হলে সমস্যা দূর হবে বলে জানান।

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ