নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
একটি সূত্র জানায়, ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত একটায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
এনডিটিভিবিডি/১৭জানুয়ারি/এএ