ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পদ্মায় জেলের জালে ধরা পড়লো কুমির, অতঃপর...

নভেম্বর ০৭, ২০২৪
বাংলাদেশ
পদ্মায় জেলের জালে ধরা পড়লো কুমির, অতঃপর...

দেশজুড়ে ডেস্ক: পদ্মা নদীতে সালাম নামের এক জেলের জালে মাছ ধরার জালে উঠে এসেছে একটি বাচ্চা কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বাচ্চা কুমিরটিতে তীরে আনা হলে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজবাড়ীর সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে ধরা পড়ে কুমিরটি।

সালাম তালুকদার পাবনার ঢালারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, কুমিরটিকে তীরে নিয়ে এলে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। তবে জাল থেকে ছাড়ানোর পরপরই কয়েকজন যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে হত্যা করে। পরে তারা নদীতে ফেলে দেয়।

জেলে সালাম তালুকদার বলেন, জাল টানার পর মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু পরে দেখি কুমিরের বাচ্চা।

 

এনডিটিভি/এলএ