নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করায় অষ্ট্রেলিয়া মেলবোর্ন শাখা আওয়ামীলীগ, সিডনি শাখা আওয়ামীলীগ ও অষ্ট্রেলিয়া শাখা আওয়ামীলীগ। গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক, গাউসুল আলম শাহজাদা, মেলবোর্ন আওয়ামীলীগের সভাপতি ড: আলম মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোল্লা হক, উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ,ড. সূচনা শোভা প্রমুখ।
সাম্রাজ্যবাদী শক্তির অপ রাজনীতি, জামাত -বিএনপির নাশকতা, ও নির্বাচন প্রতিরোধের অদম্য প্রচেষ্টা বিপরীতে এই নির্বাচন ছিল বাংলাদেশের জন্য একটি কঠিন আন্তর্জাতিক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে যে নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থান গ্রহণের কারণে সেজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে অস্ট্রেলিয়া প্রবাসীদের পক্ষ থেকে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী এই বিজয়কে জনগণের বিজয় হিসেবে অভিহিত করে উপস্থিত প্রবাসীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনডিটিভিবিডি/২০জানুয়ারি/এএ