ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রকল্পের টাকা আত্মসাৎ করা সেই কৃষি কর্মকর্তাকে বদলি

নভেম্বর ১১, ২০২৪
বাংলাদেশ
প্রকল্পের টাকা আত্মসাৎ করা সেই কৃষি কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ ওঠা সদর উপজেলার আলোচিত ‍কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমকে বদলি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের ছয়টি প্রকল্প ছিল। সেই প্রকল্পগুলোর প্রদর্শনী নামমাত্র বাস্তবায়ন, কোথাও আবার বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ ছিল এ কর্মকর্তার বিরুদ্ধে। ফাহিমা আক্তার ফাহিমের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ‘প্রকল্পের টাকা যেভাবে ব্যাগে ভরেন কৃষি কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রচার করলে নড়েচড়ে বসে কৃষি অধিদপ্তর। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের ৭ নভেম্বর যোগদানের কিছুদিন পর থেকেই ফাহিমা আক্তার ফাহিম বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ ছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে, ফাহিমা আক্তার ফাহিমকে উপজেলা কৃষি অফিসার থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে পদায়ন ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) সংযুক্ত করা হয়েছে। এর আগে কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে ছিলেন তিনি।

 

এনডিটিভি/এলএ