ঢাকা , বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

প্রোটিয়াদের বড় স্কোরের পরও চট্টগ্রাম টেস্ট জিততে চান সিমন্স

অক্টোবর ৩০, ২০২৪
খেলাধুলা
প্রোটিয়াদের বড় স্কোরের পরও চট্টগ্রাম টেস্ট জিততে চান সিমন্স

স্পোর্টস ডেস্ক:  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। প্রোটিয়াদের প্রথম দিনেই স্কোরবোর্ডে ৩০৭ রান সংগ্রহ করেছে, মাত্র ২ উইকেট হারিয়ে। তবে বাংলাদেশ দল এখনো জয়ের আশায় বুক বেঁধে আছে বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে তিনি শেয়ার করেছেন দ্বিতীয় দিনের জন্য তাদের পরিকল্পনা।

সিমন্স বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো কাল সকালে দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কম রানে গুটিয়ে দেওয়া। পাকিস্তানে আমরা ভালো ফলাফল করেছিলাম, তখনও প্রতিপক্ষ বড় সংগ্রহ গড়েছিল, তবু ম্যাচ জিততে পেরেছি। এখানে একই মানসিকতা নিয়ে খেলতে হবে। সবসময় প্রথমে জয়টা কল্পনা করতে হবে, তারপর অন্য চিন্তা।’

তবে সিমন্স এটাও মনে করিয়ে দেন যে, উইকেটটি ব্যাটিংয়ের জন্য দারুণ সহায়ক। তিনি বলেন, ‘দিনটি আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য উপযোগী, যা বোলারদের জন্য চ্যালেঞ্জিং। কিছু সুযোগ হাতছাড়া হয়েছে; সেগুলো কাজে লাগাতে পারলে আমরা আরও কয়েকটি উইকেট নিতে পারতাম।’

বাংলাদেশ টেস্টটি চারজন বোলার নিয়ে খেলছে, যার মধ্যে একজন অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশ নির্বাচনের বিষয়ে সিমন্স বলেন, ‘আমাদের দলে পঞ্চম বোলার নিয়ে চিন্তা ছিল। তবে প্রথম টেস্টের ব্যাটিং পারফরম্যান্স বিবেচনা করে কিছু পরিবর্তন আনতে হয়েছে। টেস্ট জিততে হলে নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। হাল ছাড়ার কোনো সুযোগ নেই।’

নতুন পেসার নাহিদ রানার পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন সিমন্স। তিনি বলেন, ‘নাহিদকে পাকিস্তানে দেখেছি এবং সে ভালোই বল করেছে। যদিও প্রতি বল ১৪০-১৪৫ কিমি গতিতে করতে পারে না, তবুও তাকে দেখে আমি খুশি। তার গতি এবং লাইন-লেংথে আরও মনোযোগ দিতে হবে।’

বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার সুযোগ রয়েছে। এখন দেখার বিষয় কোচের চাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা পূরণ করতে পারেন কি না।

 

এনডিটিভি/এলএ