নিজস্ব প্রতিবেদক
তিন বছরের ব্যবধানে মা উম্মে সালেহা এবং স্ত্রী সাবরিনা শারমিন জামানকে হারিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। দুটি শোকের দিনই ছিল ১ এপ্রিল। সেই হিসেবে আজ সোমবার সিআইডি প্রধানের মা ও স্ত্রীর মৃত্যুবার্ষিকী।
রবিবার রাতে সিআইডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ এপ্রিল মারা যান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার মা মোসাম্মৎ উম্মে সালেহা। আজ সোমবার তার অষ্টম মৃত্যুবার্ষিকী।
মায়ের মৃত্যুর তিন বছরের মাথায় ২০১৯ সালের ১ এপ্রিল স্ত্রী সাবেক উপসচিব সাবরিনা শারমিনকে হারান সিআইডি প্রধান। শারমিন ২০তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন। আজ সোমবার তার পঞ্চম মৃত্যুবার্ষিকী।
শোকের এই দিনে সবার কাছে মা এবং স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী। দোয়া চেয়েছে তার সন্তানরাও। দুই মরহুমার মৃত্যুবার্ষিকীতে শোকপ্রকাশ করে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে সিআইডির পক্ষ থেকেও।