ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারে একদিনেই মূলধন বাড়ল ১৮ হাজার কোটি টাকা

অগাস্ট ০৬, ২০২৪
অর্থনীতি
পুঁজিবাজারে একদিনেই মূলধন বাড়ল ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :  দেশে সরকার পতনের পরদিনই চাঙ্গা হয়েছে পুঁজিবাজার। একদিনেই মূলধন বেড়েছে ১৮ হাজার কোটি টাকা। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া ৮২ দশমিক ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়। গত কর্ম দিবস রোববারের তুলনায় আজ লেনদেন পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে সাড়ে ৭০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। এক দিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ১৭ হাজার ৯০৪ কোটি টাকা।

ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৩৪৮ কোটি ৭৮ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৪৫ হাজার ৪৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

আজ সূচক ডিএসইএক্স ১৯৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪২৬ দশমিক ৪২ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২২৯ দশমিক ২৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৬ দশমিক ৬১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৭৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৪ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২৮টির বা ৮২ দশমিক ৬২ শতাংশ ও কমেছে ৬০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি নয়টির।

লেনদেনের শীর্ষে এদিন উঠে এসেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ।
এনডিটিভিবিডি/০৬আগস্ট/এএ