রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে উদ্দেশ্যে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, রাজধানীর কড়াইল বস্তিতে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে মোট ৮ ইউনিট রওনা হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাকি ৫ ইউনিট যানজটের কারণে রাস্তায় আটকে আছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।