রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি গতকালের ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপ্রধান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।