ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রেয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নভেম্বর ১১, ২০২৪
বাংলাদেশ
রেয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে আলুর পাইকারী মূল্য তালিকা ও বিক্রয়ে অসংগতি পাওয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পাইকারি বাজারে মূল্য তালিকার বিপরীতে অতিরিক্ত দামে আলু বিক্রির প্রমাণ মিলেছে। তালিকায় প্রতি কেজি আলুর মূল্য ৫৮ টাকা হলেও ব্যবসায়ীরা ৬০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন।

এ অনিয়মের কারণে মেসার্স আসিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স দাউদকান্দি বানিজ্যালয়কে ৬ হাজার টাকা এবং মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ভোক্তা অধিকার কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করেছেন, পাশাপাশি সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।

ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে, যাতে বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকে।

 

এনডিটিভি/এলএ