ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও মেয়ে সুবাইদা বেগম ( ১৮)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৪ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, মা মেয়ের মৃত্যুর কারণ জানতে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। তবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।