ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ১৬, ২০২৪
বাংলাদেশ
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ, সাতক্ষীরা এর সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা প্রীতি সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর'২৪) সকালে সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. জাম্নের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ আব্দুর রব ওয়াছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রফেসর খন্দকার আবু নছর প্রমুখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সুকুমার দাস বাচ্চু প্রমুখ। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রহমান মিল্টন।

 

এনডিটিভি/এলএ