শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর '২৪) বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে পিএফজি পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ অশেক-ই এলাহী সঞ্চালনায় এবং ড. দিলারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য ও বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাস।
সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পিএফজির সদস্যবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
পরে বর্তমান রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে সাতক্ষীরা সদর এলাকায় শান্তি ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সুজন সভাপতি ও পিএফজি সদস্য অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার পিএফজির সদস্য ড. মুহাম্মদ আখতারুজ্জামান, মোঃ রইছুল ইসলাম কর্ন বিশ্বাস কেডি, সহকারি অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, মোঃ আকবর হোসেন, মোঃ মহিউদ্দিন আহম্মদ,নূর মোহাম্মদ পাড়, মোস্তাফির রহমান উজ্জল, নির্মল গাইন, নাছিমা পারভীন, শিখা দাস,নিত্যান্দন সরকার ভারতেশ্বরী বিশ্বাস, ফরিদা আক্তার বিউটি, মনোয়ারা বেগম,এড. সেলিনা আকতার শেলী,অনিকা রানি মন্ডল, সাহারা আক্তার সৃষ্টি, কোহিনুর ইসলাম, মুকুল দাশ, আবু কাজী, ফিল্ড কো-অর্ডিনেটর অধ্যক্ষ মোঃ আবু তাহের প্রমুখ।
এনডিটিভি/এলএ