শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে সৌজন্য শুভেচ্ছা সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ নভেম্বর'২৪) দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি কাদের, সদর থানার আহবায়ক ডা. জিএম সালাউদ্দিন সাকিল, সদর থানার সদস্য-সচিব ডা. মো.ওলিউল্লাহ, পৌরসভার সদস্য-সচিব আবু ছালেহ মো.সাদিক, জেলার সাংস্কৃতিক সম্পাদক জিএম আবু সাঈদসহ অন্যরা।
সাক্ষাতকালে পুলিশ সুপার বলেন, যে কোন ভালো কাজের জন্য আসলে অবশ্যই সহযোগিতা পাবেন। ভালো কাজের জন্য আমাকে সহযোগিতা করলে সমাজ পরিবর্তন করতো পারবো। সমাজ এবং রাষ্ট্রের ভালো কিছুর জন্য যে কোন সময় আমাকে পাশে পাবেন। তবে অসৎ উদ্দেশ্যে নিয়ে আসলে কোন সহযোগিতা পাবেন না।
এনডিটিভি/এলএ