ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাতক্ষীরায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পূজা দিলেন যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরে

নভেম্বর ১২, ২০২৪
বাংলাদেশ
সাতক্ষীরায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পূজা দিলেন যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরে

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে মঙ্গলবার (১২ নভেম্বর '২৫) সন্ধ্যা ছয়টায় কালী মায়ের পুজা দিয়েছেন চট্টগ্রামের শ্রী শ্রী পুন্ডরী ধাম হাটহাজারী ম্যাকহলের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী (প্রভু)। 

এসময় তাঁর সাথে পূজা দেন খুলনা সেবাশ্রমের মহারাজ স্বামী বিপ্রানন্দ জ্বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের সহকারি অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, খুলনা সম্মিলিত হিন্দু জোটের কার্যকরী সদস্য প্রকাশ চন্দ্র হালদার, গোপালপুর রাধা কৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ন-আহবায়ক ও হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাশ, যুগ্ন-আহবায়ক লেখক, গবেষক, সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের সহকারি পুরোহিত দেবব্রত ব্যানার্জি, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল প্রমুখ। 

কালী মাতাকে শ্রদ্ধা নিবেদন শেষে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী (প্রভু) মন্দির প্রাঙ্গনে আগত ভক্তদের সাথে ধর্মীয় আলোচনা করেন।

প্রসঙ্গত, গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ্যের পর সনাতনীদের উপর দেশজুড়ে যে নিপীড়ন ও নির্যাতন শুরু হয় তার প্রতিবাদে মাঠে নামেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও আট দফা দাবি সম্বলিত কঠোর বার্তা হিন্দু সম্প্রদয়াকে নতুন করে প্রেরণা যোগায়। তার ডাকে একতাবদ্ধ সনাতনী শক্তি সংখ্যালঘু নির্যাতনকারিদের পথের কাটা হয়ে দাঁড়ায়। সম্প্রতি চট্টগ্রাামের লালদীঘিতে সনাতনী জাগরণী মঞ্চের জনসভায় হিন্দুদের উপস্থিতি বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটিতে লড়াই করে বেঁচে থাকার অনুপ্রেরনা যোগায়। এতে দিশাহারা হয়ে একটি মৌলবাদি গোষ্ঠী চিন্ময়কৃষ দাস ব্রহ্মচারিসহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা ও পরিকল্পিত রাষ্ট্রদ্রোহী মামলা করে। পরবর্তীতে হাটহাজারীতে রাতের আঁধারে সনাতনীদের উপর নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিত ৮০ জন হিন্দুকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এরপর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির ১৫ দিনের জন্য সকল প্রকার আন্দোলন কর্মসুচি স্থগিত করেন।

একপর্যায়ে গত ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে দেওয়া সোনার মুকুট গত ১০ অক্টোবর চুরির ঘটনায় গত এক মাসেও তা উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার শ্যামনগরে আসেন।

 

এনডিটিভি/এলএ