ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ

অক্টোবর ৩০, ২০২৪
বাংলাদেশ
সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৪ জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটার (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ২৯ অক্টোবরের এক পত্রে উক্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।

নিয়োগ প্রাপ্তদের মধ্যে সরকারী কৌশুলি (জিপি) হিসেবে এড. অসীম কুমার মন্ডল (১), পাবলিক প্রসিকিউটার (পিপি) হিসেবে এড. শেখ আব্দুস সাত্তার এবং নারী-শিশু পিপি হিসেবে এড. শেখ আলমগীর আশরাফকে নিয়োগ প্রদান করা হয়েছে। 

নিয়োগ প্রাপ্ত অন্যান্য আইন কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পিপি এড. তোজাম্মেল হেসেব তোজাম, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোস্তফা জামান, এড. গোলাম গনি দুদু, এড. এ.বি.এম ইমরান শাওন, এড. আরিফুর রহমান আলো, এড. মোঃ জালাল উদ্দীন (২), এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. শেখ আবু সাঈদ রাজা, এড. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), এড. আব্দুল জলিল (৩), এড. সাইদুর রহমান সাঈদ ও এড. আবু বকর সিদ্দিক। 

এছাড়া এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন, এড. উম্মে হাবিবা রুপা, এড. নজরুল ইসলাম, এড. এস.এম আজিজুল হক, এড. শাহানা ইমরোজ, এড. তারিক ইকবাল অপু, এড. শাহাদাত হোসেন (৪), এড. শেখ মাহমুদুল হাসান জিকো, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসি, এড. মোঃ শহিদুল ইসলাম (২), এড. মোঃ সাইফুজ্জামান মিঠু, এড. মোঃ হুমায়ুন কবির ও এড. বি.এম মিজানুর রহমান। এছাড়া এ.জি.পি হিসেবে নিয়োগ পেয়েছেন, এড. জি.এম ফিরোজ আহমেদ, এড. মেহেদী হাসান, এড. শেখ আলাউদ্দিন, এড. হাসানাত মনির ও এড. মোঃ আব্দুর রাজ্জাক (২)।

 

এনডিটিভি/এলএ