শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ নভেম্বর'২৪) বেলা ১ টার দিকে শহরের রাধানগর ঈগল পরিবহন কাউন্টারের সামনে থেকে সাতক্ষীরা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় চার গ্যালন আমদানি নিষিদ্ধ ফরমালিন উদ্ধার করে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাব ইন্সপেক্টর বিশ্বজিত জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, সাতক্ষীরার বিভিন্ন হাট-বাজারে চলছে নানা জাতের ফরমালিনযুক্ত ফল ও মাছের রমরমা ব্যবসা। এ ফল কি আদৌ ফরমালিনমুক্ত? এ নিয়ে শঙ্কায় রয়েছেন ভোক্তারা। এসব ফল খেয়ে অনেকে পেটের পীড়াসহ নানা রোগে ভুগছেন। এমনকি মরণব্যাধি ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ক্রেতারা জানান, উপজেলা সদরের বিভিন্ন হাট-বাজারে দেখা যায়, ব্যবসায়ীরা নানা জাতের বাহারি ফল সাজিয়ে বিক্রি করছেন। এগুলো দেখলেই বোঝা যায় কৃত্রিমভাবে পাকানো হয়েছে।
বাণিজ্যিকভাবে কলাসহ সব ধরনের ফল পাকানোর জন্য ফরমালিন সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও রং ব্যবহার করা হয়। রাসায়নিক উপাদান প্রয়োগ করে সব ধরনের ফলই স্বাভাবিক সময়ের পূর্বে পাকানো হয়। এছাড়াও বিভিন্ন প্রকার মাছ সতেজ রাখতেও এই ফরমালিন ব্যবহার করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।