ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সাতক্ষীরায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নভেম্বর ১১, ২০২৪
বাংলাদেশ
সাতক্ষীরায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সোমবার (১১ নভেম্বর '২৪) সকালে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। 

উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । প্যারেড ও জেলায় ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্তক থাকা, সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। 

উক্ত মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) সাতক্ষীরা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

 

এনডিটিভি/এলএ