ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সদরপুরে ৭ দিন ধরে অন্ধকারে, বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

নভেম্বর ১২, ২০২৪
বাংলাদেশ
সদরপুরে ৭ দিন ধরে অন্ধকারে, বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি:  ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের নন্দলালপুর এলাকায় পদ্মা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বিদ্যুৎ এর সাবমেরিন ক্যাবল কাটিয়া বিদ্যুৎ বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

রোববার ১০ই নভেম্বর বিকাল ০৪ ঘটিকায় নারকেল বাড়িয়া ইউনিয়নের চুঙ্গাকান্দি বাজার ও হাওলাদার কান্দি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানায় গত ০৪ নভেম্বর সোমবার রাতে পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবল এর বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ না থাকায় নানা ধরনের সমস্যার কথা উল্লেখ করে এলাকাবাসী বলেন নারকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির সরদার দীর্ঘদিন যাবত নন্দলালপুর এলাকায় পদ্মা নদীতে অবৈধ ভাবে মাটি কাটার সময় ড্রেজার দিয়ে বিদ্যুৎ এর সাবমেরিন ক্যাবল কাটিয়া বিদ্যুৎ বন্ধ করেছেন।

অত্র ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ না থাকায় গ্রামের চালকল, মুরগির খামার, গরুর খামার, কৃষিকাজের সেচ, মুঠোফোন চার্জসহ ফ্রিজগুলোয় বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে নারকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির সরদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুতের সাবমেরিন ক্যাবল‌ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকার লোকজন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। গ্রাহকসেবা নিশ্চিতকরণের জন্য আমি নিজে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছি।

এ ব্যাপারে মুঠোফোনে দোহার পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক বলেন, নদীর ভিতরে বৈদ্যুতিক সাবমেরিন ক্যাবলের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

বৈদ্যুতিক সাবমেরিন লাইনের কোথায় সমস্যা হয়েছে তা দেখা হচ্ছে, আমাদের কাজ চলমান আছে আশা করি শীঘ্রই গ্রাহক সেবা উন্নয়নে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

 

এনডিটিভি/এলএ