ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সদরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

নভেম্বর ০৭, ২০২৪
বাংলাদেশ
সদরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ফরিদপুর জেলা প্রতিনিধি:  ফরিদপুরের সদরপুরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ বালু উত্তোলনের ফলে আশেপাশের কয়েক একর ফসলি জমি হুমকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় কাজল   নামের এক ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করেই ফসলি জমি থেকে অবৈধভাবে এ বালু কাটছে বলে অভিযোগ এলাকাবাসীর।

বৃহস্পতিবার  (০৭ নভেম্বর ) উপজেলার আকটেরচর  ইউনিয়নের আকটের চর বাজার সংলগ্ন   ফসলী জমির সাথে পদ্মা নদীর খালে ড্রেজার মেশিন বসিয়ে এ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। 

এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই এলাকার ভুক্তভোগী একাধিক পরিবার।

এব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল মামুন  বলেন, 'বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এনডিটিভি/এলএ