ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শীত আসতে না আসতেই শুরু হয়েছে ফরিদপুর বিভিন্ন বাজারের ফুটপাতে শীতবস্ত্রের বেচাকেনা

নভেম্বর ১৫, ২০২৪
বাংলাদেশ
শীত আসতে না আসতেই শুরু হয়েছে ফরিদপুর বিভিন্ন বাজারের ফুটপাতে শীতবস্ত্রের বেচাকেনা

ফরিদপুর জেলা প্রতিনিধি:  শীত আসতে না আসতেই শুরু হয়েছে ফরিদপুরের বিভিন্ন বাজারের ফুটপাতে দেখা গেছে শীতবস্ত্রের বেচাকেনা। মাত্র ৫০ থেকে ১০০ টাকার মধ্যে একটি জ্যাকেট, টি শার্ট কিংবা সোয়েটার কেনার জন্য অনেকেই পুরাতন শীতবস্ত্র নিচ্ছেন অনেকে।

শুক্রবার (১৫ নভেম্বর) ফরিদপুর শহরের বলাকা সুপার মার্কেটের সামনে গিয়ে পুরাতন কাপড় চোপড় বিক্রি করতে দেখা যায়।  

এসময় কথা হয় শীতের পুরাতন কাপড় বিক্রেতা মো. কাশেমের সঙ্গে।

তিনি জানান, শীত উপলক্ষে তাদের কাছে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের জ্যাকেট টি-শার্ট ও সোয়েটার পাওয়া যায়। নিম্ন আয়ের মানুষজন যাতে এখানে থেকে কম দামে শীতবস্ত্র কিনতে পারে তাই এ দোকান বসিয়েছি।

এদিকে অল্প টাকায় শীতের পোশাক কিনতে পেরে ক্রেতারা উচ্ছ্বাসিত। তাদের মতে দোকানে গিয়ে আমাদের অনেকের পক্ষে ১০০০/২০০০ টাকার মধ্যে এই মুহূর্তে ‌শীতবস্ত্র কেনা অসম্ভব।

আর তাই ৫০ থেকে ১০০ টাকার মধ্যে জ্যাকেট সোয়েটার ইত্যাদি কিনছেন তারা।  

বেশ কয়েকজন ফুটপাতের দোকানিরা জানান, আগামী সপ্তাহে মহিলা এবং শিশুদের জন্য কম দামের মধ্যে ভালো কিছু মানসম্মত শীতবস্ত্র আনবেন তারা। সাধারণ লোক যাতে কম দামে শীতের পোশাক কিনতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।

 

এনডিটিভি/এলএ