ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শীতের সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার, তবু বাড়ছে দাম

নভেম্বর ১৮, ২০২৪
বাংলাদেশ
শীতের সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার, তবু বাড়ছে দাম

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি: শীতের আগাম সবজি আসায় বাজার রঙিন হলেও দামের ঊর্ধ্বগতি ক্রেতাদের চিন্তায় ফেলেছে। গেলো এক সপ্তাহে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, বরবটি ও করলার দাম কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা বেড়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, চকবাজার, অক্সিজেন এবং রাস্তারমাথা কাঁচাবাজার ঘুরে দেখা যায় ফুলকপি এখন ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, বরবটি ৭০ টাকা, শিম ১২০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে অন্যান্য সবজির মধ্যে আলু ৭০, লাউ ৪০, মিষ্টি কুমড়া ৬০, গাজর ১৬০ এবং ক্যাপসিকাম ৩০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ১২০, রসুন ২১০ এবং আদা ২৮০ টাকায় মিলছে।

মাংসের বাজারেও তেমন স্বস্তি নেই। দেশি মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ৫৭০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগি ১৮০ এবং গরুর মাংস ৭৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও পোয়া ৩০০, পাবদা ৪০০, রূপচাঁদা ৬০০ এবং রুই ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের এই ঊর্ধ্বগতিতে ক্রেতারা হতাশ। তাদের মতে, শীতের শুরুতে সবজির দাম কমার কথা থাকলেও উল্টো বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকট ও পরিবহন খরচ বৃদ্ধির কারণেই এমন পরিস্থিতি। বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছে ক্রেতা-ভোক্তারা।

 

এনডিটিভি/এলএ