ঢাকা , বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

শিক্ষক ঐক্য পরিষদের সংবর্ধনা নেবেন না শিক্ষা উপদেষ্টা

ডিসেম্বর ২৬, ২০২৪
শিক্ষা
শিক্ষক ঐক্য পরিষদের সংবর্ধনা নেবেন না শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ইনডেক্সধারী শিক্ষকদের অনলাইন বদলি নীতিমালা করায় খুশি হয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানাতে চান শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন।

গণমাধ্যমে পাঠানো তাদের আমন্ত্রণপত্রে শিক্ষা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। ওই আমন্ত্রণপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন এ ধরনের কোনো সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে শিক্ষা উপদেষ্টা সম্মতি দেননি। তিনি বিষয়টি অবহিতও নন। চিঠিটি বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেন জনসংযোগ কর্মকর্তা।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে অনলাইনভিত্তিক বদলির প্রজ্ঞাপন জারি করে। এটি ছিল বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া। বেসরকারি শিক্ষকদের মধ্যে যারা নিজ এলাকা ও পরিবার থেকে দূরে আছেন তাদের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অনলাইনভিত্তিক এ বদলির উদ্যোগ গ্রহণ করেন।

এতে আরও বলা হয়, এমন প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষকদের একটি সংগঠন ২৬ ডিসেম্বর তাদের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে প্রচারণা চালাচ্ছেন। প্রকৃতপক্ষে তাদের কোনো অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা অবহিত ছিলেন না এবং সেখানে যাওয়ার ব্যাপারে সম্মতিও দেননি।

জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, অনলাইনে বদলি চালুর দাবিটি আমাদের দীর্ঘদিনের। বিগত সরকার বিভিন্ন সময়ে আশ্বাস দিয়েও তা পূরণ করেনি। বর্তমান অন্তর্র্বতী সরকার এ দাবি বাস্তবায়ন করেছে। এতে আমরা অত্যন্ত খুশি।

শিক্ষা উপদেষ্টা অবগত নয়, তারপরও তাকে অতিথি করার বিষয়ে তিনি বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। শিক্ষা উপদেষ্টাকে আমন্ত্রণপত্রও দিয়ে এসেছি। তিনি আসবেন কি না, সেটি আমাদের জানাননি। আমাদের এ অনুষ্ঠানটাই মূলত শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংবর্ধনা নিয়ে। সেজন্য তাকে প্রধান অতিথি করেছি। তিনি না এলেও আমাদের কিছু করার নেই। তবে আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি অকৃতজ্ঞ।

এদিকে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। তিনি এ অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এনডিটিভিবিডি/২৫ডিসেম্বর/এএ