ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

অক্টোবর ৩১, ২০২৪
রাজনীতি
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটে সহিংসতার ঘটনায় নিহত কলেজছাত্র পংকজ কুমার হত্যার মামলার আসামি বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল জানান, রফিক আলী সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম আসামি। ৫ আগস্ট মহানগরের কিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার ওপর আক্রমণ ও গুলিবর্ষণ করেন। এতে পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা বাদী হয়ে পরবর্তীতে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি রফিক আলী। এ ছাড়া, তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি অপহরণ মামলাও রয়েছে। গ্রেপ্তারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

এনডিটিভি/এলএ