ঢাকার দোহার উপজেলায় সঙ্গীর ধাক্কায় পদ্মা নদীতে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দোহার থানার চর মাহমুদ পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাটের পদ্মা নদীতে সোমবার বিকাল সাড়ে ৪টার এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল (১৪) ওই ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে ও চর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই জাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে বাসা থেকে বের হয়ে ওর চেয়ে কম বয়সি দুই সঙ্গী নিয়ে মৈনটঘাটের পদ্মা নদীর পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছিল জান্নাতুল। দুষ্টুমির ছলে এক সঙ্গীর ধাক্কায় সে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় পাড়ে থাকা দুই সঙ্গীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার অভিযান শুরু করেন।
পরে খবর পেয়ে অভিযানে যুক্ত হন দোহার থানার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পরে নৌ পুলিশের সহায়তায় স্থানীয়রা বিকাল সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় জান্নাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে জানিয়ে এসআই জাহিদুল আরও বলেন, “স্বজনদের ধারণা জান্নাতুল বেঁচে আছে। তাই তারা লাশ নিয়ে বিভিন্নভাবে জান্নাতুলকে জীবিত করার বৃথা চেষ্টা করছে।”
যে সঙ্গী জান্নাতুলকে ধাক্কা দিয়েছিল তাকে নৌ পুলিশ তাদের তত্ত্ববধানে রেখেছে।
এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাহিদুল।
এনডিটিভি/পিআর