ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

সুন্দরবনে বিনা অনুমতিতে মাছ শিকারের অভিযোগে মালামালসহ ৮ জেলে আটক

ডিসেম্বর ০৭, ২০২৪
বাংলাদেশ
সুন্দরবনে বিনা অনুমতিতে মাছ শিকারের অভিযোগে মালামালসহ ৮ জেলে আটক

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে মাছ শিকারের অভিযোগে মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার (০৭ ডিসেম্বর '২৪) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক জেলেরা হলেন, পিরোজপুর জেলার চরদুয়ানি গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইউনুস বিশ্বাস ও শরিফ বিশ্বাস, লাল মিয়ার ছেলে ইউসুফ মিয়া, আবুল হোসেনের ছেলে হিজবুল্লা ও মহিবুল্লাহ, মৃত রশিদ হাওলাদারের ছেলে শাহআলম হাওলাদার এবং মান্নান বিশ্বাসের ছেলে জাফর বিশ্বাস। 

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারবাড়িয়া বনটহল ফাঁড়ির ওসি শমসের আলীর নেতৃত্বে বন বিভাগের সদস্যরা বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিনা অনুমতিতে মাছ ধরার অপরাধে উক্ত ৮ জেলেকে আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি ফিশিং ট্রলার, জাল, ড্রাম ও তাদের শিকার করা মাছ জব্দ করা হয়। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে সাতক্ষীরা আদালতে প্রেরন করা হয়েছে।

 

এনডিটিভি/এলএ