ঢাকা , বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

শ্বাশুড়ি-বৌমা গাঁজাসহ আটক

ডিসেম্বর ২৪, ২০২৪
বাংলাদেশ
শ্বাশুড়ি-বৌমা গাঁজাসহ আটক

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫) ও রোজিনা পারভীন (২৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৩ ডিসেম্বর '২৪) রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর রামজীবনপুর তাদের বাড়ি সামনে থেকে আটক করা হয়।

আটককৃত সুফিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রতনপুর  ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামের বাসিন্দা কেরামত আলীর মেয়ে ও রোজিনা পারভীন নাঈম হোসেনের স্ত্রী। সম্পর্কে ওই দুই নারী শ্বাশুড়ি-বৌমা।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক মোঃ ফকির তাইজুর রহমান মঙ্গলবার (২৪ ডিসেম্বর '২৪) সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক, কনেষ্টেবল মেহেদী আল- মামুন সহ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। ওই সময় তাদের এবং তাদের বসতঘর তল্লাশি করে ৪২৫ গ্রাম গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শ্যামনগর থানায় একটি মামলা দায়েরসহ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এনডিটিভি/এলএ