ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

তালায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

নভেম্বর ১১, ২০২৪
বাংলাদেশ
তালায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক সাতক্ষীরা: সাতক্ষীরা সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১১ নভেম্বর'২৪) আনুমানিক ভোর-রাত ৩টার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি উত্তরপাড়ায় ব্যবসায়ী আবুল কাশেমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।

আবুল কাশেম মিঠাবাড়ি উত্তরপাড়ার আকরম আলীর ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল কাশেম জানান, প্রতিদিনের ন্যায় রাতে বাজার থেকে এসে খাওয়া শেষ করে ক্লান্ত লাগছিল। দ্রুত শুয়ে পড়ি। হঠাৎ ৩ টার দিকে ঘুম ভেঙে গেলে উঠে দেখি চোরের দল কৌশলে আমার ঘরে ঢুকে সবকিছু শেষ করে দিয়েছে।আমার ব্যবসার নগদ টাকা ও আমার স্ত্রীর গহনা সব নিয়ে গেছে। আমি শেষ হয়ে গেছি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনডিটিভি/এলএ