ঢাকা , শনিবার, জুলাই ২৭, ২০২৪

তাপপ্রবাহের মধ্যেই সমাবেশ করবেন ট্রাম্প, টার্গেট অভিবাসন ইস্যু

Jun ০৯, ২০২৪
আন্তর্জাতিক
তাপপ্রবাহের মধ্যেই সমাবেশ করবেন ট্রাম্প, টার্গেট অভিবাসন ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক পিছু না ছাড়লেও চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

জানা গেছে, তীব্র তাপপ্রবাহের মধ্যেই নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে সমাবেশ করতে যাচ্ছেন ট্রাম্প। এর আগে দুইবার সুইং স্টেটটিতে হারলেও এবার আশাবাদী ট্রাম্প।
সাবেক পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় অভিযুক্ত হওয়ার পর এটাই হতে যাচ্ছে ট্রাম্পের বড় রাজনৈতিক সমাবেশ। ২০১৬ সালের নির্বাচনের আগে ওই পর্ন তারকার মুখ বন্ধ করতেই ঘুষ দিয়েছিলেন বলে ট্রাম্পের বিরুদ্ধ অভিযোগ। এর মাধ্যমে প্রথমবারের মতো মার্কিন কোনো প্রেসিডেন্ট অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হন।
ব্যাটেলগ্রাউন্ড অ্যারিজোনা অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার ট্রাম্প সমর্থকদের উদ্দেশে অবৈধ অভিবাসী বন্ধে পরিকল্পনার কথা জানিয়েছেন। এই ইস্যুতে তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

লাস ভেগাসেও ট্রাম্পের বক্তব্যে গুরুত্ব পাবে অভিবাসন ইস্যু। তাছাড়া করোনা মহামারির পর উচ্চ মূল্যস্ফীতি নিয়েও কথা বলবেন সাবেক এই বিতর্কিত প্রেসিডেন্ট।

এদিকে এক পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্পের সমাবেশস্থলে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, যা দুপুরের দিকে আরও বাড়তে পারে।
এমন পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচন পরিচালনাকারী দল এক বিবৃতিতে সমর্থকদের প্রয়োজনীয় পোশাক ও পানি পানের বিষয়ে সচেতন করেছে। বলা হয়েছে, সেখানে পানির বোতল, মিস্টিং ও কুলিং স্টেশন থাকবে। তাছাড়া জরুরি প্রয়োজনে এক জায়গায় মেডিকেল কর্মীরাও থাকবেন।
এনডিটিভিবিডি/০৯জুন/এএ