ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। বাসটি ঢাকা মেট্রো-৬৪-৩০ সিরিয়ালের, যা নিয়মিত গাইবান্ধা থেকে ঢাকায় চলাচল করতো। এ ঘটনায় সংশ্লিষ্ট হানিফ পরিবহনের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে বাসটি চুরি হয়।
হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া জানান, বুধবার রাতে টার্মিনালে রেখে বাসটির দরজা ও জানালা ভালোভাবে লক করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সকাল ৭টায় বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও চালক ও হেলপার টার্মিনালে এসে দেখেন বাসটি সেখানে নেই। ধারণা করা হচ্ছে, জানালার লক ভেঙে বাসটি চুরি করা হয়েছে।
তিনি বলেন, এমন চুরির ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমরা মনে করছি সংঘবদ্ধ চোর চক্রের শক্তিশালী সিন্ডিকেটের হাত থাকতে পারে। আমাদের সন্দেহ হচ্ছে, এ ঘটনায় টার্মিনাল বা কোম্পানির কোনো স্টাফও জড়িত থাকতে পারে। বাসটি উদ্ধারে স্থানীয় বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশেরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বাস চুরির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বাসটি উদ্ধারে এবং চুরির সঙ্গে জড়িত চক্রকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
এনডিটিভি/এলএ