নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টন। সোমবার (৭ অক্টোবর) এটি ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেয়। আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়েদার.কম জানিয়েছে, শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূল আঘাত হানবে।
ওই সময় সেখানে জলোচ্ছ্বাস, শক্তিশালী বাতাস এবং বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিতে পারে।
ফ্লোরিডার টেম্পা বে-র জাতীয় আবহাওয়া সার্ভিস এক বিবৃতিতে বলেছে, “ফ্লোরিডার পশ্চিম উপকূলের জন্য মিল্টন হবে একটি ঐতিহাসিক হ্যারিকেন।“
ঝড় ও বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে এমন অঞ্চলের সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন এবং দিকনির্দেশনা মানার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া সার্ভিস। সংস্থাটি সতর্কতা দিয়ে বলেছে, হ্যারিকেন মিল্টনের কারণে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে।
মাত্র গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, মারা গেছেন অন্তত ২২৬ জন। আর ওই ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে না ওঠতেই আরেকটি হ্যারিকেন যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।
হ্যারিকেন মিল্টনের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতে পারে। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি স্থানীয় সময় বুধবার টাম্পা বে-তে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া হ্যারিকেনটি থেকে বাঁচতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সাধারণ মানুষ। অনেকেই গাড়িতে জ্বালানি ভরে রাখাসহ অন্যান্য পণ্য কিনে রাখছেন।
এনডিটিভিবিডি/০৭অক্টোবর/এএ