ঢাকা , বৃহস্পতিবার, মে ১, ২০২৫

তোমরা হয়তো যাইবা ভুলে খুনী হাসিনার ইতিহাস, দেয়ালিকা শেয়ার করলেন ফারুকী

মে ০১, ২০২৫
বাংলাদেশ
তোমরা হয়তো যাইবা ভুলে খুনী হাসিনার ইতিহাস, দেয়ালিকা শেয়ার করলেন ফারুকী

ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বুধবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়ালে লেখা একটি প্রতিবাদী কবিতা শেয়ার করেছেন।

এই কবিতাটি লিখেছেন হাসান রোবায়েত। ফারুকী তাঁর ফেসবুক পোস্টে রোবায়েতের লেখা কবিতাই ক্যাপশন হিসেবে উল্লেখ করেন।

 

কবিতাটি ছিল এ রকম—
“তোমরা হয়তো যাইবা ভুলে
খুনী হাসিনার ইতিহাস
সে মায়ে রাখবে মনে
যে ছুঁইছে পোলার লাশ।”
– হাসান রোবায়েতস