আন্তর্জাতিক ডেস্ক: ইলেক্টোরাল কলেজের ভোটে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পই এ নির্বাচনে জিততে যাচ্ছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। দৈনিকটির রাজনৈতিক সাময়িকী ‘নিডলস’ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে।
পত্রিকাটির পূর্বাভাস বলছে, চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।
মার্কিন অনলাইন হাফিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, আর কমালা পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।
ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এসব অঙ্গরাজ্যে কোন দলের প্রার্থী জিতবে— তা আগে থেকে অনুমান করা যায় না বলে এগুলোকে বলা হয় সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য।
নিউইয়র্ক টাইমসের রাজনৈতিক সাময়িকী নিডলসের পূর্বাভাস বলছে, এই ৭ অঙ্গরাঝ্যের চারটিতেই জয় পাবেন ট্রাম্প।
এনডিটিভি/এলএ