ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট: জলহস্তীর ভবিষ্যদ্বাণী

নভেম্বর ০৫, ২০২৪
আন্তর্জাতিক
ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট: জলহস্তীর ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠে চলছে এক উত্তেজনাপূর্ণ লড়াই। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। আর ঠিক এ সময়েই থাইল্যান্ডের একটি শিশু জলহস্তী মু ডেং চমকপ্রদ একটি ভবিষ্যদ্বাণী করে বোমা ফাটিয়েছে—ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন!

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের মহাতারকা খ্যাত শিশু জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে এ ভবিষ্যদ্বাণী করেছে।

এদিকে থাইল্যান্ডের চনবুড়ির খাও খেও ওপেন চিড়িয়াখানায় মু ডেং যখন দুটি ফলের ঝুড়ির সামনে দাঁড়িয়ে, তখন সারা বিশ্বের চোখ ছিল তার দিকে। একটি ঝুড়িতে ছিল ট্রাম্পের নাম, অন্যটিতে হ্যারিসের। এ যেন একটি অলৌকিক আয়োজন, একটি ছোট জলহস্তীর ভবিষ্যদ্বাণী! ভিডিওতে দেখা যায়, মু ডেং ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে, যেন সে ঘোষণা করছে, ‘বিজয়ীর নাম ট্রাম্প!’

ঠিক এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আর দেশের মিডিয়াতে শুরু হয় বিতর্ক। তবে প্রশ্ন উঠছে, জলহস্তীর এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি? 

এমনিতেই প্রাণীর ভবিষ্যদ্বাণী অনেক সময় হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু ইতিহাস বলে, অক্টোপাস পলের মতো কিছু প্রাণী পূর্বাভাসে সঠিকতার জন্য খ্যাতি অর্জন করেছে। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপে ৮টি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে পল হয়ে উঠেছিল তারকা।

এখন দেখার বিষয়, মু ডেংয়ের এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী আসলে কী প্রমাণিত হয়। ট্রাম্প কি সত্যিই আবার হোয়াইট হাউসে ফিরে আসবেন? মু ডেংয়ের ভবিষ্যদ্বাণী হাস্যরসের জন্ম দেওয়ার পাশাপাশি নির্বাচনের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে, ভোটের চূড়ান্ত ফলাফল কী হয় এবং মু ডেংয়ের ভবিষ্যদ্বাণী কী সত্যি রূপ নেয়!

এখন শুধু নির্বাচনের দিনক্ষণ গণনা, আর জলহস্তীর ভবিষ্যদ্বাণীকে বাস্তবে পরিণত হওয়ার দেখার অপেক্ষা।

 

এনডিটিভি/এলএ