ঢাকা , মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্রের জ্যামাইকা শাখার কমিটি ঘোষণা

জানুয়ারী ০৫, ২০২৫
বাংলাদেশ
উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্রের জ্যামাইকা শাখার কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ৪ জানুয়ারী ২০২৫, শনিবার বিকাল ৪ ঘটিকায় নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র জ্যামাইকা শাখার দ্বিতীয় সম্মেলন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “আমরাতো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে”।

অনুষ্ঠানটি শুরু হয় উদীচীর শিল্পীদের মাধ্যমে, যারা পরিবেশন করেন বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত এবং উদীচীর গান। এরপর, বাবুল আর্চার্য‍্যর সভাপতিত্বে এবং আশীষ রায়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উদীচীর নেতৃবৃন্দ—ক্লারা রোজারিও, সরাফ সরকার, বিপ্লব চাকী, খোরশেদুল ইসলাম, আলীম উদ্দীন, সুব্রত বিশ্বাস প্রমুখ।


সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক আলীম উদ্দীন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আশীষ রায়, সহ-সভাপতি হিসেবে এহসান হাসান, সুচরিত দত্ত, রতন কর্মকার, সাধারণ সম্পাদক হিসেবে হীরো চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দীলিপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহনজী বানিয়া, কোষাধ্যক্ষ হিসেবে প্রতিমা সরকার, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফুলু রায় চৌধুরী, প্রচার সম্পাদক হিসেবে স্নিগ্ধা আচার্য‍্য, সাহিত্য সম্পাদক হিসেবে মাহফুজুল ইসলাম, এবং কার্যকরী সদস্য হিসেবে কানন চক্রবর্তী, উর্মীলা সাহা, ফরহাদ আলম, ফারজানা রুমা, পপি ঘোষ, ফাহমিদা খানম চৌধুরী, খন্দকার আওলিয়া সিজাব, পিংকি বর্মণ, সোমা চাকী, বাবুল আর্চার্য‍্য, মুক্তি রানী সরকারসহ মোট ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষভাগে, সংগঠনের যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি সুব্রত বিশ্বাস নতুন কমিটিকে শক্ত পাঠ প্রদান করেন। এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলু রায়চৌধুরীর পরিচালনায় কবিতা আবৃত্তি করেন সুলেখা পাল, সুচরিত দত্ত, পিংকি বর্মণ, এবং সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা আচার্য‍্য, সুপার্না সরকার রিমি, শুভ্রা নন্দী প্রমুখ।

সবশেষে, নতুন কমিটির সভাপতি আশীষ রায় এবং সাধারণ সম্পাদক হিরো চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সংগঠন ও সাংস্কৃতিক একতার নতুন দ্বার উন্মোচন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখার দ্বিতীয় সম্মেলন নতুন যুগের সূচনা করলো, যা সংগঠন ও সংস্কৃতির প্রতি অঙ্গীকারের দৃঢ় বার্তা প্রদান করেছে।

 

এনডিটিভি/এলএ