ঢাকা , বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

উদিতের চুমুকাণ্ডে অভিজিৎ বললেন, ‘বন্ধু আমার খেলোয়াড়’

ফেব্রুয়ারী ০২, ২০২৫
বিনোদন
উদিতের চুমুকাণ্ডে অভিজিৎ বললেন, ‘বন্ধু আমার খেলোয়াড়’

নিজস্ব প্রতিবেদক : চুমুকাণ্ডের পর থেকে বিতর্কে মুখে রয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী উদিত নারায়ণ। মঞ্চে অনুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে চুমু খান এ গায়ক। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এ ঘটনা নিয়ে এবার মুখ খুললেন উদিতের বন্ধু গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

অভিজিৎ সম্প্রতি তিনি মহাত্মা গান্ধী থেকে শুরু করে বলিউড বাদশা শাহরুখ খান, প্রত্যেককেই নানান বিষয়ে কটাক্ষ করেছেন। কিন্তু উদিতের কাণ্ড দেখে অভিজিৎ তাকে ‘খেলোয়াড়’ তকমা দিয়েছেন।

অভিজিৎ তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। একাধিক মঞ্চে একসঙ্গে উদিত ও অভিজিৎ সংগীত পরিবেশন করেছেন। এই জুটির অন্যতম জনপ্রিয় গান ‘ম্যায় খিলাড়ি, তু আনাড়ি’। গায়কের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান গাইছেন অভিজিৎ ও উদিত। তারা কখনো খুনসুটি করছেন। আবহে বাজছে সেই একই গান।

তাই ভিডিওর ক্যাপশনেও অভিজিৎ লিখেছেন, ‘ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়ি। আমার খেলোয়াড় বন্ধু।’ এই পোস্ট দেখা মাত্র সমালোচকদের কটাক্ষ অভিজিতের দিকে ধেয়ে এসেছে। তাদের দাবি, অনুমতি না পেয়ে এক নারীর সঙ্গে এমন ব্যবহার সমর্থন করছেন অভিজিৎ। এমন একটি ঘটনা নিয়ে রসিকতা গ্রহণ করতে তারা রাজি নন।

চুম্বনের ঘটনা নিয়ে গতকাল (১ ফেব্রুয়ারি) উদিত নারায়ণ বলেছেন, ‘এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেনো নতুন করে ভাইরাল করা হলো, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।’ একটু থেমে হাসতে হাসতে যোগ করেছেন, ‘এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’

বাইরে সমালোচনার ঝড় বইলেও, কোনো সমস্যা নেই উদিতের সংসারে। নিজেই জানিয়েছেন গায়ক। তার কথায়, ‘মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সেদিনও আদিত্য মঞ্চে ছিল। ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি।’

এনডিটিভিবিডি/০২ফেব্রুয়ারি/এএ