কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শুক্রবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
১৩নং ক্যাম্পের বাসিন্দা শফিউল্লাহ জানান, আগুন এখনো জ্বলছে। ইতোমধ্যে অর্ধশত ঘর পুড়ে গেছে। জানি না কখন নিয়ন্ত্রণে আসবে।
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুনের পরিস্থিতি ভয়াবহ।
ওসি শামীম হোসেন জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের টিমও কাজ করছে। এখন এর বেশি কিছু বলতে পারছি না। পরে বিস্তারিত জানা যাবে।
এনডিটিভি/পিআর