ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে

অগাস্ট ২৮, ২০২৪
রাজনীতি
উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার (২৮ আগস্ট) জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি এবং নেদারল্যান্ডসের ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিক্যাল ও প্রেস অফিসার নামিয়া আক্তার। এ সময় জি এম কাদের তাদের উদ্দেশে এ কথা বলেন।

জাপার প্রেস সেক্রেটারি খন্দকার জালালী জানান, সৌজন্য সাক্ষাতে তারা জাপা চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরে কূটনীতিকরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
এনডিটিভিবিডি/২৮আগস্ট/এএ