ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

নভেম্বর ০১, ২০২৪
আইন-আদালত
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক: ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট তামাবিল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেন (৩৮)।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল সীমান্তে আইসিপিতে কর্মরত বিজিবি তাকে গ্রেপ্তার করে।

তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নম্বর এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইঘাট থানার ওসি তোফায়েল আহমদ।

জানা যায়, চেয়ারম্যান নোমান হোসেনের বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তবে হবিগঞ্জের একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

বিজিবির সূত্রে জানা যায়, পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের কাছ থেকে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আটক চেয়ারম্যানকে দুপুর ২টায় গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোয়াইঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, ভারতে পালানোর সময় এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেনকে আটক করেছে বিজিবি ।

 

এনডিটিভি/এলএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ