ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভারতের পার্লামেন্ট থেকে ১৪১ জন সংসদ সদস্য বরখাস্ত

ডিসেম্বর ২২, ২০২৩
আন্তর্জাতিক
ভারতের পার্লামেন্ট থেকে ১৪১ জন সংসদ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ভারতের পার্লামেন্ট থেকে তিন দিনে ১৪১ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা সবাই দেশটির ২৬ দলের বিরোধী জোট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের সদস্য। ২০২৪ সালে সাধারণ নির্বাচনে এই জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে করবে। গত ১৩ ডিসেম্বর দর্শক গ্যালারি থেকে দুই ব্যক্তি লোকসভায় লাফিয়ে নেমে পড়ে। তারা লোকসভায় রঙিন গ্যাস ছড়িয়ে দেয়। এ ঘটনায় বিরোধীদের বক্তব্য, পার্লামেন্ট যে সুরক্ষিত নয়, তা আবার প্রমাণিত হলো। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিতে হবে। লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী জানান, তারা পার্লামেন্টের নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। অমিত সাহা বাইরে অনেক কথা বললেও পার্লামেন্টে কিছুই বলছেন না। বিরোধী প্রশ্ন তুললেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসবের জেরে বিরোধী দলের সংসদ সদস্যরা লোকসভা ও রাজ্যসভার মেঝেতে নেমে স্লোগান দিতে থাকেন। এ কারণে ১৪ সংসদ সদস্যকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়। সোমবার, শুক্রবার শেষ হওয়া অধিবেশনের বাকি অংশ থেকে আরও ৭৮ জনকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়।

এছাড়া প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের ভেতরে স্লোগান দেওয়ার পরে মঙ্গলবার আরও ৪৯ জনকে বরখাস্ত করা হয়। সবমিলিয়ে ১৪১ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হলো। ভারতের পার্লামেন্টে এত বেশি সংসদ সদস্যকে বরখাস্ত করার ঘটনা বিরল। বরখাস্ত সংসদ সদস্য বিরোধী কংগ্রেস দলের নেতা জয়রাম রমেশ এক্স-এ বলেন, “বিরোধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হচ্ছে। যাতে বিপজ্জনক বিলগুলো কোনো অর্থপূর্ণ বিতর্ক ছাড়াই পাস করা যায়।”

এনডিটিভি/ ২২ ডিসেম্বর