ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভুয়া মামলা: অতীতে পুলিশ, এখন জনগণ দিচ্ছে—স্বরাষ্ট্র উপদেষ্টা

নভেম্বর ২০, ২০২৪
বাংলাদেশ
ভুয়া মামলা: অতীতে পুলিশ, এখন জনগণ দিচ্ছে—স্বরাষ্ট্র উপদেষ্টা

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:  “আগে ভুয়া মামলা করতো পুলিশ—কিছু নাম আর অনেক বেনামি আসামি। এখন জনগণও একইভাবে মামলা করছে,” বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে দায়ী করে বলেন, “পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচারে সুবিধা নিচ্ছে। আমাদের মিডিয়ার সুনাম আছে; মিথ্যা প্রচার করলে সেই সুনাম ক্ষুণ্ন হবে।”

সম্প্রতি পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ নিয়ে গুজবের বিষয়ে তিনি বলেন, “আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ নয়। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানির বিষয় নিয়ে গুজব রটানো দেশের শত্রুতার পরিচয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধি পাচ্ছে, তবে আরও কাজ বাকি।”

চট্টগ্রামের জুলাই হত্যাকাণ্ডে ৫০ জন অস্ত্রধারীর তালিকা তৈরি হলেও গ্রেপ্তার না হওয়া অভিযুক্তদের বিষয়ে পুলিশ কমিশনারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

 

এনডিটিভি/এলএ