ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

যাত্রাবাড়ীতে দম্পতিকে গলা কেটে হত্যা

Jun ২০, ২০২৪
অপরাধ
যাত্রাবাড়ীতে দম্পতিকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে এক দম্পতিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) মধ্যরাতে যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।


যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পরিদর্শক তৌহিদুল হক বলেন, আমরা ধারণা করছি রাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এনডিটিভিবিডি/২০জুন/এএ