ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আইন সচিব হলেন সিনিয়র জেলা জজ আবু তাহের

নভেম্বর ২৯, ২০২৪
বাংলাদেশ
আইন সচিব হলেন সিনিয়র জেলা জজ আবু তাহের

ডেস্ক রিপোর্ট: সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আবু তাহেরকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

গত ১৪ অক্টোবর থেকে তিনি এই বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে পূর্ণ সচিব হিসেবে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে দায়িত্ব পালন থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। এরপর অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে সচিবের চলতি দায়িত্বে নিয়োগ করে সরকার। 

এর আগে গত ৬ অক্টোবর বিচারক শেখ আবু তাহেরকে বরিশালের জেলা ও দায়রা জজ পদ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

এনডিটিভি/এলএ