ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল

মে ০৮, ২০২৪
বিনোদন
আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল

চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল। এফডিসিতে জানাজা শেষে বুধবার (৮ মে) সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে ৭ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে দাফনের আগে বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আনা হয়। শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।

এনডিটিভি/পিআর