নিজস্ব প্রতিবেদক : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের সিনিয়র পর্যায়ের খেলা মঙ্গলবার শুরু হয়েছে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে।
ভালো-মন্দের মিশেলেই শুরু হয়েছে বাংলাদেশের শাটলারদের মিশন। মঙ্গলবার হওয়া প্রথম রাউন্ডের পুরুষ এককের ৬টি ও দ্বৈতে একটি খেলাতে অংশ নিয়েছিল বাংলাদেশ। জিতেছে এককের তিনটিতে।
খন্দকার আবদুস সোয়াদ ২-০ সেটে হারিয়েছেন ভারতের লোকেস বাবু রমেশকে। প্রথম গেমে সোয়াদ জিতেছেন ২১-১৩ পয়েন্টে, দ্বিতীয় গেম জিতেছে ২১-১৪ পয়েন্টে। আল আমিন জুমার ৩-১ সেটে হারিয়েছেন ইংল্যান্ডের ওয়াঙ্গ ইহ্যাঙ্গকে। প্রথম দুই গেমে দুইজন জিতলে তৃতীয় গেমে খেলা নিষ্পত্তি হয়। তৃতীয় গেম ১৭-৭ পয়েন্টে জিতেছেন বাংলাদেশের জুমার।
রবিউল ইসলাম রিপন ৩-১ সেটে হারিয়েছেন উগান্ডার কেনেথ কমোর্টকে। আবদুর রাহিম সাকিব ২-১ সেটে হেরেছেন থাইল্যান্ডের প্যাটচারা কিটের কাছে, সিফাত উল্লাহ ৩-১ সেটে হেরেছেন ভারতের চারান নায়েকের কাছে, সোলায়মান আকিব ২-০ সেটে হেরেছেন ভারতের সুরিয়া কিরানের কাছে।
পুরুষ দ্বৈতে বাংলাদেশের লাল চাঁদ ও ইয়ামিন আহমেদ ২-০ সেটে হেরেছেন ইন্দোনেশিয়ার আল হানিফ ও আলি ফাতির কাছে। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত মেয়েদের খেলা চলছিল।
এনডিটিভিবিডি/১৭ডিসেম্বর/এএ