শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস.এম হোসেনুজ্জামান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর'২৪) দুপুরে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে আশাশুনির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যান হোসেন আশাশুনি উপজেলার সদরের আব্দুল গণি সরদারের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আশাশুনি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, একটি মারামারির মামলায় চেয়ারম্যান হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।